কুলাউড়ায় স্কাউটসের নতুন কমিশনার ছালাম ও সম্পাদক ছুরুক

মৌলভীবাজারের কুলাউড়ায় স্কাউটসের ১০ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

 

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, জেলা স্কাউটসের সহসভাপতি আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান প্রমুখ।

 

 

কাউন্সিলে কমিশনার পদে রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালাম ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সহকারী কমিশনার প্রধান শিক্ষিকা সামছুন নাহার বেগম ১০৯ ভোট পেয়ে পরাজিত হন।

 

 

এ ছাড়া সাধারণ সম্পাদক পদে মহতোসিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুক ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সম্পাদক নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদ ১২৯ ভোট পেয়ে পরাজিত হন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন