ঘূর্ণিঝড় রিমাল : সরকারি তথ্যে নিহত ১০

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করেছে। রিমালের তাণ্ডবে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে রিমালে নিহত ১০ জনের নাম-পরিচয়। মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, রিমালে বরিশাল ও ভোলায় তিনজন করে মোট ছয়জন নিহত হয়েছেন।

এ ছাড়া খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী এবং চট্টগ্রামে একজন করে মোট চারজন মারা গেছেন।

 

এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ঝড়ে ভেঙে পড়েছে কাঁচা ঘরবাড়ি, দেয়াল ও গাছপালা।

 

নিহতরা হলেন, বরিশালের জালাল শিকদার (৫৫), মো. মোখলেস (২৮) এবং মো. লোকমান হোসেন (৫৮)। এদের মধ্যে একজন গাছচাপায়, একজন দেয়াল ধসে এবং জালাল শিকদার সাইক্লোন শেল্টারে যাওয়ার পতে অসুস্থ হয়ে মারা গেছেন। সরকারি তথ্য অনুযায়ী, ভোলা জেলায় জাহাংগীর হোসেন (৫০), মাইশা (৪) এবং মনেজা খাতুন (৫৪) মারা গেছেন রিমালে। এদের মধ্যে মনেজা ঘরচাপায় এবং বাকি দুজন গাছ চাপায় নিহত হয়েছে।

 

এ ছাড়া খুলনায় ঘরের ওপর গাছ পড়ে লাল চাঁদ মোড়ল, সাতক্ষীরায় সওকত মোড়ল সাইক্লোন শেল্টারে যাওয়ার পথে অসুস্থ হয়ে মারা যান। এদিকে পটুয়াখালীর মো. শহীদ (২৭) পানিতে ডুবে এবং চট্টগ্রামের সাইফুল ইসলাম হৃদয় (২৬) দেয়াল ধসে নিহত হয়েছেন। 

এদিকে দেশের উপকূলের বিভিন্ন এলাকায় এক কোটি ৫৫ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের মধ্যে ক্ষয়ক্ষতি এড়াতে এসব গ্রাহকের সরবরাহ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ সমিতি। অনেক স্থানে বিদ্যুৎবিহীন পরিস্থিতি ১৬/১৭ ঘণ্টা অতিক্রম করেছে।

ঝড় থেমে গেলে সংযোগ ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছেন বিদ্যুৎ কর্মীরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন