ইউরোর জন্য স্পেনের দল ঘোষণা: ফিরলেন পেদ্রি, নেই আসেনসিও

gbn

ইউরো ২০২৪-এর জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে স্পেন। কোচ লুইস ডি লা ফয়েন্তের দলে ফিরেছেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি, তবে নেই পিএসজি ফরোয়ার্ড মার্কো আসেনসিও।

পেদ্রি সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপে। সে বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেয় স্পেন।

 

দলে আছেন পেদ্রির বার্সার সতীর্থ ২১ বছর বয়সী মিডফিল্ডার ফারমিন লোপেজও। জায়গা পেয়েছেন ১৭ বছরের ডিফেন্ডার পাও কুবারসি।

এছাড়া রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার নাচো, অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার মার্কো লরেন্তে এবং রিয়াল বেটিসের আয়োজে পেরেজ জায়গা পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে। গত নভেম্বরে লিগামেন্টের চোটে পড়া গাভি আগেই ছিটকে গেছেন।

 

জার্মানিতে আগামী ১৫ জুন থেকে মাঠে গড়াবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। স্পেন পড়েছে 'বি' গ্রুপে। তাদের সঙ্গে এই গ্রুপে আছে ইতালি, ক্রোয়েশিয়া এবং আলবেনিয়া।

স্পেনের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক : উনাই সিমন, রায়া, রেমিরো

ডিফেন্ডার : কারভাহাল, নাভাস, লাপোর্ত, লে নরমান্দ, নাচো, ভিভিয়ান, কুবারসি, গ্রিমালদো, কুকুরেয়া

বিজ্ঞাপন

মিডফিল্ডার : রদ্রি, জুবিমেন্ডি, ফাবিয়ান, মেরিনো, মার্কোস ইয়োরেন্তে, পেদ্রি, অ্যালেক্স গার্সিয়া, বায়েনা, ফেরমিন লোপেজ

 

ফরোয়ার্ড : মোরাতা, হোসেলু, ওয়ারজাবাল, দানি অলমো, ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, আয়োজে পেরেজ, লামিন ইয়ামাল।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন