কর্তোয়াকে বাদ দিয়ে ইউরোর দল ঘোষণা বেলজিয়ামের

gbn

আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বেলজিয়াম। দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবু কর্তোয়ার।

কর্তোয়া জাতীয় দলে তার জায়গাটা নড়বড়ে করে দিয়েছেন নিজের দোষেই। গত জুনে এডেন হ্যাজার্ডের অবসরের পর নেতৃত্ব চেয়েছিলেন তিনি। কিন্তু কোচ তাকে অধিনায়ক না করায় বেলজিয়াম দল ছেড়ে গিয়েছিলেন।

 

৩২ বছর বয়সী রিয়াল তারকা তখন সতীর্থদের সমালোচনার মুখে পড়েন। পরে অবশ্য অনুতপ্ত হয়ে ক্ষমাও চান। কিন্তু সম্পর্কটা স্বাভাবিক হয়নি।

এর মধ্যে চলতি মৌসুমে চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে রিয়ালের সাইডলাইনে থাকতে হয়েছে এই গোলরক্ষককে।

 

গত মাসেই কোচ ডোমেনিকো তেদেস্কো জানিয়েছিলেন, কর্তোয়া দলে জায়গা পাবেন না। কারণ তিনি এমন খেলোয়াড়দের নিয়েই ভাবছেন যারা ভালো শেপে আছে।

এদিকে বেলজিয়াম দলে আছেন ম্যানচেস্টার সিটির দুই তারকা কেভিন ডি ব্রুইনা আর জেরেমি ডোকো। আছেন রোমেলু লুকাকু, লিয়েন্দ্রো ট্রসার্ড, আমুদো ওনানা, টিমোথি ক্যাসটেন।

দলে সবচেয়ে বড় চমক অ্যাটলেটিকো মাদ্রিদের ৩৫ বছর ডিফেন্ডার অ্যাক্সেল উইটসেলের নামটি। গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে গিয়েছিলেন তিনি।

 

বেলজিয়ামের ইউরো স্কোয়াড
গোলরক্ষক : কোয়েন ক্যাসটিলস, থমাস কামিনস্কি, ম্যাটজ সেলস

ডিফেন্ডার : টিমোথি ক্যাসটেন, জেনো ডিবাস্ট, ম্যাক্সিম ডি কাইপার, উটস ফায়েস, থমাস মেউনিয়ার, আর্থুর থিয়েট, জ্যান ভারটোঙ্গেন

মিডফিল্ডার : কেভিন ডি ব্রুইনা, ওরেল মানগালা, আমুদো ওনানা, ইউরি টিয়েলমান্স, আর্থুর ভার্মারেন, অ্যাস্টার ভ্র্যানক্স, অ্যাক্সেল উইটসেল

 

ফরোয়ার্ড : জোহা বাকায়োকো, ইয়ান্নিক কারাসকো, চার্লস ডি কেটেলায়ের, জেরেমি ডোকু, রোমেলু লুকাকু, দোদি লুকবাকিও, লয়েস ওপেন্দা, লিয়েন্দ্রো ট্রসার্ড।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন