শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখলো নেদারল্যান্ডস!

বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস দুই দলই আছে। বাংলাদেশকে এই পর্ব টপকে যেতে হলে দুই দলকেই হারানোর আশা করছিল লাল-সবুজ জার্সিধারীদের সমর্থকরা।

কিন্তু বিশ্বকাপের আগেই বাংলাদেশকে সতর্কবার্তা দিলো নেদারল্যান্ডস। গতকাল মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে ডাচরা। এতে বাংলাদেশ জানতে পারলো যে, বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারানো মোটেই সহজ হবে না।

 

গতকালের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে নেদারল্যান্ডস। টপঅর্ডারদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় স্কোর পায় ডাচরা।

জবাবে ব্যাট করতে নেমে ৩০ রানেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৫ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস আর দাসুন শানাকার অপরাজিত ৩৫ রানের ইনিংসে মান বাঁচায় লঙ্কানরা।

 

শেষমেশ নেদারল্যান্ডসের দারুণ বোলিং নৈপুণ্যে লঙ্কানরা অলআউট হয়ে গেছে ১৬০ রানে। হাতে তখনো ১ ওভার বাকি ছিল।

 

দারুণ এই জয়ে বিশ্বকাপের একটি আত্মবিশ্বাস পেয়েছে নেদারল্যান্ডস। যে কারণে বিশ্বকাপের মূলপর্বের ম্যাচে বাংলাদেশকে থাকতে অতিমাত্রায় সতর্ক।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন