আগে থেকেই গুঞ্জন ছিল বার্সেলোনার দায়িত্বে আসছেন হ্যান্সি ফ্লিক। জাভি দায়িত্ব ছাড়ার পর থেকেই আলোচনার ডালপালা মেলতে শুরু করে। অবশেষে বায়ার্ন মিউনিখ ও জার্মানি জাতীয় দলের সাবেক কোচ হ্যান্সি ফ্লিকের কাঁধে উঠতে যাচ্ছে বার্সেলোনার দায়িত্ব। দুই বছরের জন্য স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি করেছেন ফ্লিক।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। বিবৃতিতে জানানো হয়েছে, হ্যান্সি ফ্লিকের সঙ্গে চুক্তি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। বার্সেলোনা ও কোচ হ্যান্সি ফ্লিকের যৌথ সম্মতিতে দুই বছরের চুক্তি সম্পন্ন হয়েছে।
বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা নতুন কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন ফ্লিক।
সাথে ছিলেন সহ-সভাপতি রায়া যুস্তে ও স্পোর্টস ডিরেক্টর ডেকো।
কোচ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফ্লিক বলেন, ‘মহান এই ক্লাবের কোচ হতে পারা আমার জন্য অনেক সম্মানের। খেলায় আধিপত্য কিংবা আক্রমণাত্মক মনোভাবের দিক থেকে তার (লাপোর্তো ) দর্শনও আমার সঙ্গে মিল রয়েছে, । বার্সার হয়ে নতুন এই যাত্রা শুরু করতে পেরে আমি খুশি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন