বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে ১২ ক্যাটাগরিতে ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ওমান সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির গণমাধ্যম ওমানটাইমসে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। গত ৩১ অক্টোবর বাংলাদেশি কর্মীদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের দেশ ওমান।
বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হককে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে।
এই ১২টি ক্যাটাগরির মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা, জিসিসি (উপসাগরীয় রাষ্ট্রগুলোর জোট) দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, চিকিৎসকদের ভিসা, প্রকৌশলীদের ভিসা, নার্সদের ভিসা, শিক্ষকদের ভিসা, হিসাবরক্ষকের ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিশিয়াল ভিসা।
গত ৩১ অক্টোবর জারি করা এক সার্কুলারে রয়াল ওমান পুলিশ (আরওপি) বাংলাদেশি নাগরিকদের জন্য সব বিভাগে ভিসা প্রদান স্থগিত করে।
ওই সময় এক বিবৃতিতে আরওপি জানিয়েছিল, সংস্থাটি কয়েক ধরনের ভিসার ক্ষেত্রে নীতি পর্যালোচনা করছে। তারা ওমানে আগত সব ধরনের পর্যটক এবং ভিজিট ভিসাকে কাজের ভিসায় রূপান্তর করতে দেবে না।
একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের নতুন ভিসা প্রদান ৩১ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ভিসা নিষেধাজ্ঞার পর মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছিল এটি ‘অস্থায়ী’ ব্যবস্থা।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন