স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ শুক্রবার (৩১ মে) সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এর আগে বৃহস্পতিবার রাতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে রাত সাড়ে ৮টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলাসংক্রান্ত এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মতবিনিময়সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, এপিবিএনের অতিরিক্ত মহাপরিদর্শক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ও আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার পৌঁছন। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।
এ সফরে মন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব এবং জনসংযোগ কর্মকর্তা (জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা) সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন