বাফুফের বিরুদ্ধে অভিযোগ তুলে শাস্তির মুখে নারী ফুটবলার কৃষ্ণা

gbn

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে অভিযোগ আনার কারণে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার।

২০২২ সাল থেকে ইনজুরিতে ভুগছেন এই ফরোয়ার্ড। সদ্য সমাপ্ত লিগে কিছু ম্যাচ খেললেও ইনজুরি পুরোপুরি না সারায় চাইনিজ তাইপের বিপক্ষে দুই ম্যাচের জন্য জাতীয় দলে ডাক পাননি কৃষ্ণা। বৃহস্পতিবার রাতে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাফুফের বিরুদ্ধে উন্নত চিকিৎসা না করানোর অভিযোগ এনেছেন।

 

 

সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জাগো নিউজকে বলেন, ‘কৃষ্ণা যে স্ট্যাটাস দিয়েছেন, সেখানে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। গতকাল বিকেলেও আমি কৃষ্ণার সঙ্গে কথা বলেছি। তার চিকিৎসার খোঁজখবর নিয়েছি। উন্নত চিকিৎসা করতে কী কী দরকার, জানতে চেয়েছি। তাকে বলেছি বিদেশে চিকিৎসা করতে যা প্রয়োজন তার একটি চাহিদাপত্র দিতে। আমি প্রটোকল বিভাগেও নির্দেশনা দিয়েছি কৃষ্ণা চাইলে ভিসা প্রসেসিং করতে।

‘তারপরও এ ধরনের অভিযোগ এনে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কৃষ্ণা শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তিনি কেন এ কাজ করেছেন, তার ব্যাখ্যা চেয়ে দ্রুতই শোকজ করা হবে। তারপর ব্যবস্থা। বাফুফে সবসময় ফুটবলারদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। জাতীয় দলের ক্যাম্পে থাকা অবস্থায় ছেলে কিংবা মেয়ে যে কোন ফুটবলার ইনজুরিতে পড়লে, অসুস্থ হলে আমরা চিকিৎসার ব্যবস্থা করে থাকি।’

 

 

‘ইনজুরিতে পড়ার পর স্থানীয়ভাবে চিকিৎসা করানো বাবদ কৃষ্ণাকেও টাকা দেওয়া হয়েছে। চোখের ডাক্তার দেখানোর জন্য কৃষ্ণাকে টাকা দেওয়া হয়েছে। কানন আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার জুনিয়রকেও চিকিৎসা বাবদ টাকা দেওয়া হয়েছে। এক কথায় ফুটবলাররা যে যখনই সমস্যায় পড়েছেন, বাফুফে তাদেরকে সহযোগিতা করেছে। তাই এ ধরনের মিথ্যা অভিযোগ এনে বাফুফেকে কেনো হেয় করা হয়েছে, এর কারণ জানতে চাওয়া হবে কৃষ্ণার কাছে’-বলেন বাফুফের সাধারণ সম্পাদক।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন