হংকংয়ের বিরোধীদলীয় সব এমপির গণপদত্যাগ

জিবিনিউজ 24 ডেস্ক //

হংকংযে গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় সব সংসদ সদস্য গণপদত্যাগ করেছেন। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করে চারজনকে সরকার অযোগ্য ঘোষণার পরই এই গণপত্যাগের ঘোষণা দেন তারা। বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

জাতীয় নিরাপত্তার হুমকি এমন আইনপ্রণেতাদের সরকার অযোগ্য ঘোষণা করতে পারবে এমন বিধান রেখে বুধবার (১০ নভেম্বর) বেইজিং একটি আইন পাস করে। যেখানে বলা হয়েছে, হংকংয়ের কোনো সংসদ সদস্য স্বাধীনতার পক্ষে অবস্থান নিলে অথবা চীনের সার্বভৌমত্ব অস্বীকার করলে তাদের বরখাস্ত করা যাবে। খবর সিএনএন।

 

একই সঙ্গে হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির সহায়তা চাইলে কিংবা অন্য কোনো উপায়ে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ আচরণ করলে তাকেও বরখাস্ত করা যাবে। এই নীতির আলোকে হংকংয়ের ক্ষমতাসীন সরকার গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় চার সাংসদকে বরখাস্ত করে।

বেইজিংয়ে প্রস্তাবটি পাস হওয়ার কিছুক্ষণ পর আইনপ্রণেতা অ্যালভিন ইয়াং, কোক কা-কি, ডেনিস কোক এবং কিনিথ লিয়াংকে অযোগ্য ঘোষণা করা হয়। পাশাপাশি তারা আগামী বছর অনুষ্ঠিতব্য ভোটের আগে কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই চারজন মধ্যপন্থি হিসেবে পরিচিত। তবে তারা কখনোই হংকংয়ের স্বাধীনতাকে সমর্থন দেননি।

এর কিছুক্ষণ পরই হংকং ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান উ চাই-ওয়াই সাংবাদিকদের জানান, তারা নগরীর আইনপরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।

তিনি বলেন, ‘যাদেরকে অযোগ্য ঘোষণা করা হয়েছে আমরা আমাদের সেই সহকর্মীদের পাশে দাঁড়াব।’ এর জের ধরে বিরোধীদলীয় বাকি ১৫ জন সাংসদও পদত্যাগের করলেন।

হংকং পার্লামেন্টের মোট ৭০টি আসনের মধ্যে গণতন্ত্রপন্থীদের দখলে রয়েছে ১৯টি আসন।

প্রসঙ্গত, গত জুনে চীন সরকার হংকংয়ের জন্য নতুন নিরাপত্তা আইন কার্যকর করলে অঞ্চলটিতে ব্যাপক বিক্ষোভ হয়। গণতন্ত্রপন্থীরা চীন সরকারের ওই আইনকে স্বাধীনতা খর্বের প্রচেষ্টা হিসেবে দেখে থাকে। ব্যাপক বিক্ষোভের পাশাপাশি ওই আইনের জেরে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আন্তর্জাতিক নিষেধাজ্ঞারও কবলে পড়েছেন। তবে এসব বিক্ষোভ ও নিষেধাজ্ঞাকে কার্যত আমলে নিচ্ছে না বেইজিং।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন