রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কার আলামত দেখা যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত। যদি তাদেরকে দ্রুত স্বদেশে ফেরত পাঠানো না যায় তাহলে এখানে আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব সৃষ্টি হতে পারে। বেড়ে যেতে পারে অস্ত্রের ঝনঝনানি। 

শুক্রবার (৩১ মে) দুপুরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কার আলামত দেখা যাচ্ছে। মিয়ানমারের অভ্যন্তরে যারা যুদ্ধ করছে তাদের কয়েকজনের আনাগোনা রোহিঙ্গা ক্যাম্পে। আরো ভয়ের বিষয় হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পের কিছু সংখ্যক লোক মাদকের সঙ্গে জড়িয়ে গেছে। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি।

একই সঙ্গে অস্ত্র ও খুনে জড়িতদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়াই আমাদের মূল কাজ।’

 

মিয়ানমারের কথা ও কাজে মিল নেই বলে মন্তব্য করে আসাদুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। মিয়ানমার একটি অস্থিতিশীল দেশ।

ওখানে যুদ্ধ যুদ্ধ খেলা। বিভিন্ন সময় নানা চুক্তি বা সমঝোতা স্বাক্ষর হলেও  মিয়ানমারের কারণে তার অগ্রগতি হয়নি। আশা করি মিয়ানমার দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের ফেরত নেবে।’

 

এর আগে শুক্রবার (৩১ মে) বেলা ১১টায় উখিয়ার ১৯ নম্বর ঘোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন কার্যালয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সোয়া ১২টা পর্যন্ত এপিবিএন কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

 

 

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান, এপিবিএন প্রধান সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত মহাপরিদর্শক আনোয়ার হোসেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, ৮ এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর, ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল, ১৬ এপিবিএনের অধিনায়ক হাসান বারীসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন