মঞ্চে অভিনেত্রীকে ধাক্কা দিয়ে তোপের মুখে নন্দমুরি

মঞ্চে অভিনেত্রীকে ধাক্কা মেরে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তেলুগু অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ। তেলুগু অ্যাকশন ফিল্ম ‘গ্যাংস অব গোদাবরী’-এর প্রচারণার অনুষ্ঠানে অভিনেত্রী অঞ্জলিকে মঞ্চে ধাক্কা মারেন অভিনেতা। অভিনেতার এই আচরণে ক্ষোভ প্রকাশ করছেন তার ভক্তরাই। এমনকি তুমুল সমালোচনা করছেন ইন্ডাস্ট্রিরও অনেক তারকা।

 

 

কিংবদন্তি অভিনেতা এনটি রামা রাওয়ের পুত্র এবং জুনিয়র এনটিআরের কাকা নন্দমুরি। তেলুগু ইন্ডাস্ট্রির অনেক বড় সুপারস্টার তিনি। দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। সম্প্রতি কৃষ্ণ চৈতন্যের আসন্ন তেলুগু ছবি ‘গ্যাংস অব গোদাবরী’র প্রচারমূলক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন নন্দমুরি।

মঞ্চের কেন্দ্রে এসে তিনি প্রথমে সিনেমার অভিনেতা নেহা শেঠি এবং অঞ্জলিকে সরে দাঁড়াতে বলেন। এর প্রায় সঙ্গে সঙ্গেই তিনি অঞ্জলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। যার ফলে অঞ্জলি রীতিমতো উল্টে পড়ে যাচ্ছিলেন।

 

 

যদিও তখন নন্দমুরির এমন আচরণে হেসে ওঠেন অঞ্জলি।

সিনিয়র অভিনেতার কোনো অসম্মান করেননি তিনি, গোটা ব্যাপারটি হেসে উড়িয়ে দেন। তার পরেও নন্দমুরির চোখেমুখে ছিল বিরক্তি এবং রাগ ভাব। রীতিমতো দুই অভিনেত্রীকে তিরস্কার করতে থাকেন তিনি। তবে ভক্তরা বিষয়টি বেশ কঠোরভাবেই নিয়েছেন। যার ফলে সামাজিক মাধ্যমে বেশ নিন্দার ঝড় উঠেছে নন্দমুরি বালাকৃষ্ণকে নিয়ে।

 

মঞ্চে নন্দমুরির আচরণে হতবাক হয়ে গিয়েছিল ভক্ত-অনুরাগীরাও। চলচ্চিত্র নির্মাতা হানসাল মেহতা এক্সে (টুইটার) ভিডিওটি পুনরায় পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘এই নৃশংস অমানুষটা কে?’ নেটিজেনরাও একের পর এক মন্তব্য করে তিরস্কার করেছেন অভিনেতাকে।

নন্দমুরি বালাকৃষ্ণ বর্তমানে তার ১০৯তম চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তেলুগুর পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে সেই সিনেমা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন