মানিক মিয়ার মত দেশপ্রেমিক সাহসী সাংবাদিকরা দূর্নীতি মাদক সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হবে -.অধ্যাপক সাহেদা ওবায়েদ

gbn

দৈনিক ইত্তেফাকের সম্পাদক উপ মহাদেশের অন্যতম সেরা সাংবাদিক বঙ্গবন্ধুর মানিক ভাই বাঙালিদের ঐক্যের রূপকার তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকীতে এক আলোচনা সভার আয়োজন করেছে মানিক মিয়া পরিষদ ও বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ ১ জুন ২০২৪ সকাল ১১ ঘটিকায় স্বাধীনতা হল (ডিআরইউ) সেগুনবাগিচা, ঢাকা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক অধিকার পার্টির আহ্বায়ক অধ্যাপক সাহেদা ওবায়েদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী স্বাধীনতা পুরষ্কার এ ভুষিত সাবেক সচিব ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদ, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ৬৯গণআন্দোলন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সংগঠক মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ,ন্যাপ ভাসানী সভাপতি মোস্তাক আহমেদ ভাসানী, জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু  আহাদ আল মামুন দীপু মীর,কনজাভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান দেশ, ন্যাপ বাংলাদেশের চেয়ারম্যান শহীদুন্নবী ডাবলু,ন্যাপ ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহা, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ুন কবির, কে এসপি’র সভাপতি সিরাজুল হক, ইসলামী গণতান্ত্রিক লীগের সভাপতি আনোয়ার হোসেন, বিশিষ্ট চিন্তাবিদ প্রকৌশলী শামসুল হক, শ্রমিক নেতা নকিব হক, নারী নেত্রী এলিজা রহমান, বাংলাদেশ জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি বাদশাউদ্দিন মিন্টু, জাসদ শাজাহান সিরাজের সভাপতি মোঃ আব্দুল জব্বার, জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, মানিক মিয়া পরিষদের সহ সভাপতি মাসুদ খান ও দপ্তর সম্পাদক মঞ্জুল ইসলাম বাদল।

প্রধান অতিথির ভাষণে সাহেদা ওবায়েদ বলেন, বর্তমানে দেশ যেভাবে চলতেছে তা জাতির জন্য দুঃর্ভাগ্য। মানিক মিয়ার মত যদি সাহসী দেশপ্রেমিক, সাহসী সাংবাদিক যদি এই মূহুর্তে থাকতো তা হলে দুর্নীতি, ঘুষ, মাদক সন্ত্রাস কিশোর গ্যাং থাকতে পারতো না। পত্রিকায় লেখালেখির মাধ্যমে যেভাবে জাতি ঐক্য হয়ে দেশ স্বাধীন হয়েছে, সেই একইভাবে সমস্যার সমাধান হতো।

সাহেদা ওবায়েদ আরো বলেন, যেভাবে আউব শাহীর রক্তচক্ষুকে উপেক্ষা করে পত্রপত্রিকায় লেখনীর মাধ্যমে দেশের জন্য জনগণকে জাগ্রত সৃষ্টি করেছে, সেই ধরনের সাহসী সাংবাদিকের প্রয়োজন।

সিরাজউদ্দীন আহমেদ বলেন, মানিক মিয়া বরিশালের সন্তান সেই কারণে তিনি সাহসী। তিনি মহাত্মা অশি^নী কুমার দত্তের এবং গণমানুষের বন্ধু শেরে বাংলার উত্তরসুরী। আসুন আমরা মানিক মিয়া মৃত্যুবার্ষিকীতে স্বপথ নেই আমরা মানিক মিয়ার মত সাহসী ভুমিকা গ্রহণ করি। যার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি মাদক সন্ত্রাস দুর হয়ে দেশ হবে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আইনের শাসনের দেশ।

আলোচনা শেষে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের পক্ষ থেকে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সম্মাননা দেওয়া হয়, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানী, জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন দীপ মীর, ন্যাপ বাংলাদেশেন চেয়ারম্যান শহীদুন্নবী ডাবলু ও কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান দেশ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন