জ্বালানি তেল ও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী : এনডিপি

তেল ও ওয়াসার পানির দাম বৃদ্ধির বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেছেন, বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে বার বার পানি ও তেলের দাম বাড়িয়ে চলছে। সরকারের এই জনবিরোধী সিদ্ধান্ত শোষিত মানুষের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ এর শামিল।

শনিবার (১জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

পানি ও জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারের সমালোচনা করেছেন তিনি বলেছেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস। সেখানে আড়াই টাকা দাম বাড়ানো মানে সব জিনিসপত্রের দাম আবার বেড়ে যাওয়া। প্রতি জায়গায় এর প্রভাব পড়ে।

তিনি বলেন, সরকার চাল, ডাল, আটা, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে দেশের জনগণকে চরম কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে। এবার ওয়াসার পানি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে দেশের মানুষের দুর্ভোগ আরেকধাপ বৃদ্ধির ব্যবস্থা করেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে দুর্নীতি ও লুটপাট, অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। এখন দেশ চলতে পারছে না। তাই নিজেদের স্বার্থ রক্ষার জন্য পানি ও জ্বালানি তেলের বাড়িয়ে জনগণকে কষ্ট দিয়ে নিজেদের অপশানকে দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় কোনো দেশ চলতে পারে না।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন