বিয়ে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

দীর্ঘদিনের সঙ্গী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের বাগদান হয় বছরখানেক আগে। তারপর তাদের বিয়ে কথা থাকলেও নানা কারণে পিছিয়ে যায়। সম্প্রতি বিয়ের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন জেসিন্ডা। তবে বিয়ের দিন নির্ধারণের বিষয়ে কিছু জানাননি তিনি, খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।

নিউ প্লেমাউথ শহরে বিয়ে নিয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে জেসিন্ডা বলেন, ‘আমি আপনাদের অবশ্য এটা বলতে পারি, আমাদের কিছু পরিকল্পনা আছে। তবে তা আরেকটু সামনে গিয়ে। বিয়ের কাজটি বৃহৎ পরিসরে সম্পন্নের জন্য আমাদের কিছু পরিকল্পনার কথা পরিবার ও বন্ধুদের জানিয়েছি।’

 

এর আগে জেসিন্ডা বলেছিলেন, দেশের সাধারণ নির্বাচনের আগে বিয়ের কাজ সম্পন্ন করতে চান না তারা।

গত বছর জেসিন্ডার সঙ্গে বাগদান সম্পন্ন করেন ক্লার্ক গেফোর্ড। জেসিন্ডাকে অবাক করে দিতে অভিনব বিয়ের প্রস্তাব দেন তিনি। কূটনীতিক সুরক্ষা স্কোয়াড অফিসারদের সঙ্গে পার্শ্ববর্তী পাহাড়ের চূড়ায় উঠে গেফোর্ড তাকে বিয়ের প্রস্তাব দেন।

দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে জেসিন্ডা-গেফোর্ডের। তার নাম নেভ তে আরোহা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন