শ্রীলঙ্কায় বন্যায় নিহত ১৪, স্কুল বন্ধ

শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা, ভূমিধস ও গাছ পড়ে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। দ্বীপ দেশটি ইতিমধ্যে মৌসুমি ঝড়ে ক্ষতিগ্রস্ত। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) রবিবার এ তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদন থেকে জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাজধানী কলম্বোর কাছে একই পরিবারের তিন সদস্যসহ কয়েকজন পানিতে ডুবে মারা গেছে।

ডিএমসির তথ্য অনুসারে, ১১ বছর বয়সী একটি মেয়ে, ২০ বছর বয়সী এক ছেলেসহ অন্যরা মাটি ধসে জীবন্ত চাপা পড়ে। এ ছাড়া ২১ মে বর্ষা তীব্র হওয়ার পর থেকে সাত জেলায় গাছ পড়ে আরো ৯ জন পিষ্ট ও নিহত হয়েছে।

 

গণমাধ্যমটি বলেছে, যদিও শ্রীলঙ্কা সেচের পাশাপাশি জলবিদ্যুতের জন্য মৌসুমি বর্ষার বৃষ্টির ওপর নির্ভর করে, তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব উত্তপ্ত হওয়ায় আরো ঘন ঘন বন্যা হতে পারে।

ডিএমসির মতে, দেশটির ২৫টি জেলার মধ্যে ২০টি ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধান নদীর তীরে বসবাসকারী মানুষকে উঁচু জায়গায় সরে যেতে সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া কলম্বোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ফ্লাইটগুলোকে একটি ছোট বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি প্রধান মহাসড়কের বেশ কয়েকটি জায়গা প্লাবিত হয়েছে।

 

এদিকে আরো বৃষ্টির পূর্বাভাস থাকায় সরকার সপ্তাহান্তের ছুটির পর সোমবার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

ডিএমসি বলেছে, ‘প্রবল বাতাস ও বজ্রপাতের সঙ্গে আরো ভারি বৃষ্টি হতে পারে।’

 

এর আগে গত সপ্তাহে বন্য প্রাণী কর্তৃপক্ষ সাতটি ছোট হাতির মৃতদেহ খুঁজে পেয়েছে। এটি পাঁচ বছরের মধ্যে একটি ঘটনায় প্রাণীদের সবচেয়ে বড় ক্ষতি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন