ইউক্রেনকে রাশিয়ার মাটিতে হামলার অনুমোদনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। সোমবার (৩ জুন) এই সতর্কতার কথা বলেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার মাটিতে ইউক্রেনীয় হামলাকে উদ্বুদ্ধ করা যুক্তরাষ্ট্রের ভুল হবে।
এই ভুলে খুব খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, রাশিয়ার প্রাথমিক-সতর্কতামূলক রাডার সিস্টেমে আক্রমণ করার জন্য ইউক্রেনের প্রচেষ্টা ব্যর্থ হবে। তা ছাড়া কিয়েভের এ ধরনের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানাতে পারে মস্কো।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন