স্ত্রী-ছেলেসহ অভিনেতা আজিজুল হাকিম করোনায় আক্রান্ত

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম। এ দম্পতির পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনা পজিটিভ।

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নমুনা পরীক্ষায় মঙ্গলবার তাদের করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি বলেন, তাদের শারীরিক কোনও জটিলতা নেই। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। রক্তের কিছু টেস্ট করিয়েছেন তারা; বৃহস্পতিবার রিপোর্টগুলো পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী করণীয় জানাবেন।

 

এ বিষয়ে আজিজুল হাকিম ও জিনাত হাকিমকে ফোন করলে তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ছাত্রজীবনে আরিয়ানাক থিয়েটারে যুক্ত হন আজিজুল হাকিম। ১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যোগ দেন। তারপর অনেক দর্শকপ্রিয় মঞ্চ-টিভি নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন। ১৯৯৩ সালে নাট্যকার ও পরিচালক জিনাত হাকিমের বিয়েবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলেমেয়ে। মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান। বছর দুয়েক আগে মেয়ে নাযাহ’র বিয়ে দিয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন