জয় দিয়ে বিশ্বকাপ শুরু প্রোটিয়াদের

শ্রীলঙ্কাকে ৭৭ রানে অলআউট করেই জয়ের রাস্তাটা করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে যদিও বাকি কাজটা খুব সহজ হয়নি। জয় পেতে ১৭ তম ওভার পর্যন্ত খেলতে হয়েছে, উইকেট হারাতে হয়েছে ৪ টি। শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিয়ে বিশ্বকাপ শুরু প্রোটিয়াদের।

 

 

টস জিতে ব্যাটিংই নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু দারুণ বোলিংয়ে তাঁর সিদ্ধান্ত ভুল প্রমাণ করেছেন প্রোটিয়া বোলাররা। বিশেষ করে এনরিক নোর্কিয়া ও কেশব মহারাজ ব্যাটারদের কোন সুযোগ না দিয়ে একে পর এক উইকেট তুলে নিয়েছেন। মাত্র ৭ রানে ৪ উইকেট নোর্কিয়ার।

দুটি করে উইকেট মহারাজ ও কাগিসো রাবাদার। ১৯.১ ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৯ রান কুশল মেন্ডিসের।

 

অল্প রান তাড়া করতে নেমেও সতর্ক ব্যাকটিং করতে হয় প্রোটিয়াদের।

নিয়মিত বিরতিতে যে উইকেট তুলে নিচ্ছিলেন লংকান বোলাররা। তবে ৭৭ লড়াইয়ের মত পুঁজি নয় বলেই শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় ওয়ানিন্দু হাসারাঙ্গাদের। রিজা হ্যান্ড্রিকসকে ৪ রানে ফেরান নুয়ান থুসারা। ১২ রানে এইডেন মারক্রামকে তুলে নেন দাসুন শানাকা। এরপর হাসারাঙ্গা কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবসকে ফেরালেও হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলার মিলে খেলা শেষ করেন।

 

ডি কক ২০ ও অপরাজিত ১৯ রান করেন ক্লাসেন। ক্রিকইনফো

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন