গুপ্তচরবৃত্তির জন্য চীনা দম্পতিকে নিয়োগ করেছে ব্রিটেন

ব্রিটিশ গোয়েন্দা পরিষেবা এমআই৬-এর বিরুদ্ধে বেইজিং সোমবার যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেছে। এতে বলা হয়েছে, একটি চীনা রাষ্ট্রীয় সংস্থায় কাজ করা এক দম্পতিকে নিয়োগ করেছে তারা। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় দাবি করেছে, এমআই৬ এক চীনা দম্পতিকে নিয়োগ করেছে, যারা রাষ্ট্রীয় কেন্দ্রীয় সংস্থার জন্য কাজ করতেন।

 

চীনা কর্তৃপক্ষ জানতে পেরেছে, ওয়াং নামের একজন কর্মী ও তার স্ত্রী ঝো ২০১৫ সালে চীন-ইউকে এক্সচেঞ্জ প্রগ্রামে অংশ নেওয়ার পর তাদের এমআই৬-এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে, ধীরে ধীরে রাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থার মূল বিষয়গুলোতে ওয়াংকে জড়িত করার জন্য ব্রিটিশ পক্ষ জনসাধারণের গবেষণা প্রকল্পগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করে। তারা সাধারণ পরামর্শমূলক ফি থেকে ওয়াংকে উল্লেখযোগ্যভাবে বেশি অর্থও প্রদান করে।

গ্লোবাল টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, ‘কিছু সময় পর ব্রিটিশ পক্ষ পরিস্থিতিটিকে পরিণত হিসেবে মূল্যায়ন করে এবং ওয়াংয়ের সঙ্গে এমআই৬ কর্মীদের পরিচয় করিয়ে দেয়।

তাদের পরিচয় প্রকাশ করে এবং ব্রিটিশ সরকারের কাছে তার পরিষেবার জন্য অনুরোধ করে, উচ্চতর পারিশ্রমিক ও নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি দেয়।’

 

পরে ওয়াং আর্থিক সুবিধার জন্য ব্রিটিশদের হয়ে গুপ্তচরবৃত্তি করতে রাজি হন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ এ অভিযোগটি লন্ডন ও বেইজিং থেকে তাদের নিজ নিজ দেশে গুপ্তচরবৃত্তির লক্ষ্যে লোক নিয়োগের জন্য একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগের একটি অংশ। এপ্রিলের শুরুতে যুক্তরাজ্য দুই ব্যক্তির বিরুদ্ধে চীনের জন্য গুপ্তচরবৃত্তি ও ‘শত্রুর জন্য দরকারি’ তথ্য সরবরাহ করার অভিযোগ এনেছিল।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন