জিবিনিউজ 24 ডেস্ক //
লকডাউনের পর থেকেই ইনস্টাগ্রামে ব্যস্ত এই তারকা দম্পতি। বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহিদ কাপুর এবং মীরা রাজপুত।
সম্প্রতি মীরা তার দুই সন্তান জাইন আর মিশাকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বাচ্চারা খেলনা নিয়ে কেমন করে খেলছে।
দেখা যাচ্ছে, মীরা কেমন করে বাচ্চাদের সঙ্গে খেলার মাধ্যমে সময় কাটাচ্ছেন। শাহিদ এই ভিডিওর নীচে কমেন্ট করেন। তিনি লেখেন, ‘কেউ তোমায় দুই বাচ্চার মা ভাবে না! এত কম বয়স তোমার’।
নেটাগরিকেরা শাহিদের বক্তব্যের নীচে নিজেরাও মন্তব্য করেছেন। একজন অনুরাগী লিখেছেন, ‘আপনাকে দেখেও বোঝা যায় না, আপনি ২ বাচ্চার বাবা’।
২০১৫ সালে মীরার সঙ্গে শাহিদের বিয়ে হয়। বিয়ের পাঁচ বছরের মাথায় দুই সন্তানের বাবা-মা হয়েছেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, ওটিটি প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে আসতে চলেছেন শাহিদ। ‘কবীর সিং’র অভাবনীয় সাফল্য বক্স অফিসে তার কদর বাড়িয়েছে। তার আগামী ছবি ‘জার্সি’তে ভিন্ন ভূমিকায় দেখা যাবে তাকে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন