বায়ুদূষণ মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন : পরিবেশমন্ত্রী

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘বায়ুদূষণ কোনো একটি দেশের সমস্যা নয়-এটি একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দক্ষিণ এশীয় পর্যায়ে আঞ্চলিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন।’

সোমবার (৩ জুন) রাজধানীর বনানীর একটি হোটেলে ইউএসএইড ও শক্তি ফাউন্ডেশন আয়োজিত ‘সেভ ইয়োর ব্রেদ : পলিসি ডায়ালগ অন ক্লিন এয়ার ইমপেরাটিভস’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন মন্ত্রী। 

সেমিনারে সাবের হোসেন চৌধুরী বলেন, বায়ূদূষণ শুধু পরিবেশের ওপরেই নেতিবাচক প্রভাব ফেলছে না বরং তা সরাসরি প্রভাব ফেলছে জনস্বাস্থ্যের ওপরও।

গবেষণায় দেখা গেছে, মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিক রেসিসট্যান্স বাড়াচ্ছে বায়ুদূষণ। বায়ু ও পরিবেশ দূষণ মোকাবেলায় আইনের যথাযথ প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সুশীল সমাজ থেকে শুরু করে প্রত্যক নাগরিককে তার জায়গা থেকে সচেতন হয়ে দায়িত্ব পালন করতে হবে।’

 

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করা শুধু সরকারের একটি মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ঢাকায় বিভিন্নভাবে সংঘটিত দূষণ প্রতিরোধে সরকারের ভিন্ন ভিন্ন বিভাগের দায়িত্ব রয়েছে।

বায়ূদূষণে মানুষ শারীরিক ক্ষতির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে।’ 

 

সেমিনারে ঢাকার বায়ুদূষণের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম। 

এতে বক্তব্য দেন বাংলাদেশ ক্লাইমেট পার্লামেন্টের আহ্বায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলার, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি আদিল মোহাম্মদ খান, ইউএসএইড এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কাউর, শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ প্রমুখ। 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন