সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রবাসী নারীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি রোববার দিবাগত রাতে (৩ জুন) ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের কুতুবপুর গ্রামের ইউকে প্রবাসী বেদানা বেগমের বাড়িতে ঘটে।
ভুক্তভোগী বেদানা বেগম জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ৩/৪ জন লোক তার ঘরে ঢুকে তার চোখ-মুখ বেঁধে টাকা স্বর্ণ দিতে বলে।তিনি জীবনের ঝুঁকি না নিয়ে আড়াই হাজার পাউন্ড, ২ হাজার রিয়াল ও হাতের সোনার বালা, গলার চেন, বাংলাদেশি ৫/৭ হাজার টাকা দিয়ে দেন।পরে চোরেরা চলে গেলে তিনি পাশের রুমে থাকা অন্যান্যদের কাছে যান। গিয়ে দেখেন তার সাথে বাস করা ঝা অচেতন। পরে ফোন কল করে উনার ভাইয়ের ছেলে ও স্থানীয় ইউপি সদস্যকে জানান। সবাই এসে দেখেন মূল ঘরের বারান্দার গ্রীলের একটি রড কাটা।
ভুক্তভোগী জানান- তার ঝা ,প্রতিবেশী এক মেয়ে ও রেল লাইনের গেইটম্যান সুজন মিয়া এক বাড়িতে থাকেন। সুজন মিয়া তাদের সাথে খাওয়া শেষ মূল ঘর থেকে একটু দূরে একটি ঘরে থাকেন। রাতে তিনি ডাইনিং রুমে বসে রান্নাঘরের জানালায় কারো ছায়া দেখেছেন।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, সার্কেল স্যারসহ আমরা বাড়িটি পরিদর্শন করে এসেছি। এখনো কেউ কোনো অভিযোগ করেননি। ভুক্তভোগী অভিযোগ বা মামলা করলে আমরা আইনি ব্যবস্থা নিব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন