হাকিকুল ইসলাম খোকন,,
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফী আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও স্ত্রীসহ অসংখ্য ভক্ত অনুরাগী রেখে গেছেন।
শফী আহমেদের স্ত্রী তাহেরা খন্দকার জানান, তিনি (শফী আহমেদ) বিকালে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন। পরে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শফী আহমেদের শ্যালক খন্দকার আদিল ইফতেখার দীপ্ত বলেন, তার (শফী) মরদেহ উত্তরায় বাসায় রয়েছে। গোসল করানো হচ্ছে। তার দুই ছেলে কানাডা ও ইংল্যান্ডে রয়েছে। মঙ্গলবার নেত্রকোণায় দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, শফী আহমেদের মরদেহ নেত্রকোণায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার আগে মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে।
যাদের সাহসী নেতৃত্বে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছিল, তাদের মধ্যে অন্যতম শফী আহমেদ। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র, সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম শীর্ষ নেতা। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক।
শফী আহমেদ জাসদ থেকে পরে আওয়ামী লীগে যোগ দিয়ে কেন্দ্রীয় কমিটির সহসম্পাদকের দায়িত্ব পালন করেন। দলের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন তিনি।
২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোণা-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন শফী আহমেদ। কিন্তু সেবার আর নির্বাচন হয়নি।
এরপর গত চারটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি শফী আহমেদ। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন শফী আহমেদ। কিন্তু তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
শফী আহমেদের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। দলের দপ্তর থেকে পাঠানো শোক বার্তায় শেখ হাসিনা শফী আহমেদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শফি আহমেদ-এর প্রয়াণে প্রবাসীদের পংক্ষ থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম,উপদেষ্ঠা ড. প্রদীপ রজ্ঞন কর, উপদেষ্টা হাজী শফিকুল আলম,উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র সহ সভাপকি এম ফজলুর রহমান,যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আইরিন পারভীন,সাংগঠনিক সমপাদক মহিউদিদন দেওয়ান.সাংগঠনিক সমপাদ আবুল হাসিব মামুন,দপ্তর সম্পাদক ও আমেরিকার মূলধার সংগঠন কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানস্ -এর চেয়ারম্যান মোহাম্মদ আলী সিদ্দিকী, সেক্রেটারী জেনারেলমন্জুর চৌধুরী,সাংবাদিক মোঃনাসির,কবি ও লেখক এবিএম সালেহ উদ্দীন ,সাংবাদিক মানিক দেলওয়ার ,সাংবাদিক হেলাল মাহমুদ,আওয়ামী লীগনেতা শিক্ষা বিষয়ক সমপাদক এমএ করীম জাহাংগীর ,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোঃবখতিয়ার,আওয়ামী লীগনেতা কায়কোবাদ খান,ফারুক হোসাইন,,জালাল ঊদদদীন জলিল,গিয়াস ঊদ্দিন আহমেদ,মাহবুবুর রহমান মিলন,ওসমান গনি,সুহাস বডুয়া,বিশ্বজিৎ সাহা,নুরুল ইসলাম বাংগালি,ইসলাম উদ্দীন পংকি,জাহাংগীর কবির,আবদুস শহিদ নাননু ,খন্দকার দেলওয়ার হোসেন.দেলওয়ার মানিক.রুমানা আক্তার ,জাহাংগীর কবির,শেখ আতিকুল ইসলাম,জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ)”র বাংলাদেশ এর সংগঠক হাজি আনোয়ার হোসেন লিটন,সংগঠক ও রাজনীতিক সামসুঊদদিন আহমেদ শামীম ,কবি ও লেখক এবিএম সালেহ ঊদ্দিন ,সংগঠক ও অথর ফিরোজ মাহমুদ. সংগঠক ও সাংবাদিক ফিরোজ আহমেদ কল্লোল ,শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র এর পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল ঊদ্দিন জলিল ও সাধারন সম্পাদক কায়কোবাদ খান এবং যুগম সাধারন সম্পাদক আসাফ মাসুক,শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস ,শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী,শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল খান আনসারী, শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা ও আওয়ামী লীগনেতা আখতার হোসেন,শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুর ই আজম বাবু,শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা এমএ অদুদ তালুকার,বীর মুক্তিযোদ্ধা ফখর ঊদ্দিন ,চিএ শিল্পী প্রবীর গুন ও চিএ শিল্পী ফজলে আলী কচি ,শেখ হাসিনা মন্ত্রের সিনিয়র সহ সভাপতি টি.মোল্ল্যা,সহ সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুল হাসান,আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন মোল্ল্যা,শহিদুল ইসলাম,যুক্তরাষ্ট্র শ্যমিক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল ও যুবলেতা শেখ মোঃজুয়েল প্রমূখ তার প্রয়াণে বিদেহী আত্মার শান্তি কামনা করছেন ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন পৃথক পৃথক বিবৃতিতে ।সাংবাদিকদের পক্ষথেকে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাপ্তাহিক জনমভুমির সম্পাদক রতন তালুকদার,বোস্টনবাংলানিউজ এর সম্পাদক মনডলীর সভাপতি ওসমান গনি, প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, সম্পাদক সুহাস বডুয়া হাসু,সহযোগী সম্পাদক বিশজিত সাহা ও সামসুল আলম,এনজেবিডিনিউজ সম্পাদক মোঃনাসির,লেখক ও কবি এবিএম সালেহ উদ্দীন,প্রবাসীবাংলানিউজ সম্পাদক নুরুল আবেদীন,কটিয়াদিনিউজ সম্পাদক আয়েশা আকতার রুবী,আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাংবাদিক সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন