জিবিনিউজ 24 ডেস্ক //
ইংল্যান্ডের চেস্টার হাসপাতালের নার্স লুসি লেটবির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি দায়িত্ব পালন কালিন সময়ে ৮ শিশুকে হত্যা এবং আরও ১০জনকে হত্যার চেস্টা করেছিলেন। খবর বিবিসির।
৩০ বছর বয়সী নার্স লুসি লেটবিকে নবজাতক ইউনিটে শিশু মৃত্যুর তদন্তের অংশ হিসেবে ২০১৮ ও ২০১৯ গ্রেফতার করা হয়।
জানাযায় ২০১৫ থেকে ২০১৬ সালে ঐ হাসপাতালে অ-প্রাণঘাতী কারনে শিশুর মৃত্যু হয়। এর পর তদন্তে নামে সংশ্লিষ্ট প্রশাসনসহ। দ্যা সান জানায় এর পর নিয়োগ দেয়া হয় বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের।
হেরফোর্ডের বাসিন্দা লেটবিকে বৃহস্পতিবার ওয়ারিংটন কোর্টে হাজির করা হবে। তাকে গত মঙ্গলবার আবারো আটক করা হয় ২০১৭ সালের তদন্তের ভিত্তিতে।
চেশায়ার পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দ্যা ক্রাউন প্রসিকিউশন সার্ভিস চেশায়ারের পুলিশকে অনুমতি দিয়েছে যে, চেস্টার হাসপাতালে বেশ কয়েকজন শিশুর মৃত্যু সাথে যে হেলথ কেয়ার পেশাদার খুনি জড়িত তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার।
মঙ্গলবার নিহত সকল শিশুর পরিবারকে বিষয়টি অভিহিত করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন