২০১৩ সালের পর আর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ২০০৭ সালে, প্রথম আসরে। এরপর ১৭ বছরে আর ৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে খেললেও বরাবরই ব্যর্থ হয়েছে ভারতীয়রা।
গেল বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারের পর এবার ভারতের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আজ বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে রোহিত শর্মারা। প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
১১ বছরের শিরোপাখরা কাটানোর মিশনে নেমেই টসভাগ্য সহায় হয়েছে ভারতের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিংকে।
নাসাউ কাউন্টিতে আজ ৪ পেসারের সঙ্গে দুই স্পিন অলরাউন্ডার নিয়ে মাঠে নেমেছে ভারত। দলে আছেন হার্দিক পান্ডিয়া। বাদ পড়েছেন জসস্বি জয়সওয়াল, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল, বেঞ্জামিন হোয়াইট।
বিজ্ঞাপন
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন