আনকাট ছাড়পত্র পেল ‘রিভেঞ্জ’

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। কদিন আগেই তার নির্মিত সিনেমা ‘ডেডবডি’ মুক্তি পেয়েছে। সম্প্রতি তিনি সেন্সর বোর্ডে জমা দেন নতুন সিনেমা ‘রিভেঞ্জ’। আজ বুধবার (০৫ জুন) সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন ইকবাল।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘সিনেমাটি দেখে সংশ্লিষ্টরা আনকাট ছাড়পত্র দিয়েছে। তাছাড়া সেন্সর বোর্ড সদস্য খোরশেদ আলম খসরু ভাই ফোন করে সিনেমাটির প্রশংসা করেছেন। একজন নির্মাতা হিসেবে এটাই আমার সার্থকতা। ঈদুল আজহা ঘিরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি। সেভাবেই সব কাজ চলছে। আশা করছি, আমার এই সিনেমাটি দর্শকদের নিরাশ করবে না।’

 

ইকবাল মনে করেন, এত সব ‘গ্যাংস্টার’দের (শাকিব খান) ভিড়ে এমন পুলিশ অফিসার (বুবলী) দরকার। অ্যাকশনধর্মী সিনেমা ‘রিভেঞ্জ’। এতে রোশান হাজির হচ্ছেন প্রধান চরিত্রে। সিনেমাটিতে বুবলী অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় বুবলী ও রোশান ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার ও সীমান্ত।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন