ভারতের নির্বাচন: ৭৮ মুসলিম প্রার্থীর মধ্যে জয়ী মাত্র ১৫ জন

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিভিন্ন আসনে লড়েছেন ৭৮ জন মুসলিম প্রার্থী। কিন্তু তাদের মধ্যে জয়ের দেখা পেয়েছেন মাত্র ১৫ জন। বিজয়ীদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে তিনি হারিয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরীকে।

বার্তা সংস্থা পিটিআই’র খবর অনুসারে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় এ বছর মুসলিম প্রার্থীদের সংখ্যা ছিল অনেক কম। গতবার বিভিন্ন দলের হয়ে অন্তত ১১৫ জন মুসলিম প্রার্থী নির্বাচনে লড়েছিলেন। কিন্তু এবার সেই সংখ্যা ছিল ৭৮ জন। তাদের মধ্যে মাত্র ১৫ জন জয়ী হতে পেরেছেন।

​​​​​​​

সাহারানপুর থেকে কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ ৬৪ হাজার ৫৪২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কাইরানায় সমাজবাদী পার্টির তরুণ প্রার্থী ইকরা চৌধুরী ৬৯ হাজার ১১৬ ভোটে হারিয়েছেন বিজেপির প্রদীপ কুমারকে।

 

গাজিপুরের বর্তমান সংসদ সদস্য আফজাল আনসারি ৫ লাখ ৩০ হাজার ভোট পেয়ে আবারও জয়ী হয়েছেন। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মাধবী লাথা কমপেল্লার চেয়ে ৩ লাখ ৩৮ হাজার ভোট বেশি পেয়ে হায়দ্রাবাদের আসন ধরে রেখেছেন।

লাদাখে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হানিফা ২৭ হাজার ৮৬২ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। জম্মু-কাশ্মীরের বারামুল্লা আসনে ৪ লাখ ৭০ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী আবদুল রশিদ শেখ।

উত্তর প্রদেশের রামপুর আসনে সমাজবাদী পার্টির মহিবুল্লাহ ৪ লাখ ৮১ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর সাম্ভালে ১ লাখ ২০ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন জিয়া উর রহমান।

 

জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনে ন্যাশনাল কনফারেন্সের মিঞাঁ আলতাফ আহমেদ সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বিরুদ্ধে ২ লাখ ৮১ ৭৯৪ ভোটে জয়ী হয়েছেন। শ্রীনগরে এনসি প্রার্থী আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদী ৩ লাখ ৫৬ হাজার ৮৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

 

পশ্চিমবঙ্গের বহরমপুর আসনে প্রথমবারের মতো নির্বাচন করেই বাজিমাত করেছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। ৮৫ হাজার ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী হারিয়ে দিয়েছেন ছয়বারের সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরীকে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন