মৌলভীবাজারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাবার বিতরণ

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কেক কাটা, বৃক্ষরোপণ ও দুস্থ পথচারীদের খাবার বিতরণের মধ্য দিয়ে সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর)সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার শহরের মেয়র চত্ত্বরে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার।

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকমিরা উপস্থিত ছিলেন। এছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেক কাটার পর মেয়র চত্বরে শোভাবর্ধণ গাছের চারা রোপন করেন অতিথিরা। এরপর কোর্ট রোডে দুস্থ পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেছেন জেলা যুবলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ অতিথিরা। এ সময় এক হাজার দুস্থ পথচারীদের খাবার দেয়া হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন