পরিবেশ দিবস ২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এক আলোচনা সভার আয়োজন করেছে আজ ৫ জুন ২০২৪ বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ৫ম তলায়, সেগুনবাগিচা, ঢাকা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।
বক্তব্য রাখেন, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মসতাক আহমেদ ভাসানী, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ, জনতা ফ্রন্ট্রের সভাপতি আবু আহাদ আল মামুন দীপু মীর, ন্যাপ বাংলাদেশের চেয়রম্যান শহীদুন্নবী ডাবলু, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, সদস্য নকিব হক, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ুন কবির, প্রকৌশলী শামসুল হক, জাসদ শাজাহান সিরাজের সভাপতি মোঃ আবদুল জব্বার, বাংলাদেশজাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী বাদল, সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
সভাপতির ভাষণে এম এ জলিল বলেন, দেশের উন্নয়নে পরিবেশ বান্ধব পলিথিন রাবার পয়ঃবর্জ মুক্ত ২০২৪—২০২৫ সালে অর্থ বছরের বাজেট চা্ই দিতে হবে চিরাচরিত্র বাজেট চাই না। এবারের বাজেট হতে হবে জল জনতা আলো বাতাস মাটির সমন্বয় পলিথিন রাবার মুক্ত মাটি পানির বাজেট। তবেই দেশ হবে পরিবেশ বান্ধব সাধারণ মানুষের বাস্তবায়নের বাজেট। চলতি বাজেটে আমাদের দাবি বাংলাদেশের সকল জেলা শহরে ৮ কাঠা জমির নিচে কোন প্রকার দালান নির্মাণ চলবে না। কারণ দেশকে পরিবেশ বান্ধব করার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে চলতি বাজেটে। আমাদের দাবি ৮ কাঠান নিচে জমিতে দালান নয়, এই সব জমিগুলো অধিগ্রহণ করে বনায়ণ করতে হবে। বিশেষ ভাবে ঔষধী ও ফলের গাছ লাগাতে হবে যাতে বাংলাদেশের মানুষ সু—স্বাস্থ্যের অধিকারী হবে, তবেই পরিবেশ বান্ধব দেশ হবে। সাথে সাথে পলিথিন রাবার মুক্ত মাটি করার পরিকল্পনা এই বাজেটে থাকতে হবে। পলিথিন রাবার পয়ঃবর্জ মুক্ত মাটি পানি মানে খাদ্য উৎপাদনের বাজেট হবে। আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য এমন বাজেট চাই যে বাজেট দ্বারা বাংলাদেশ বিশ^মানের ক্ষুধা দারিদ্র সন্ত্রাস দুর্নীতি মাদক মুক্ত পরিবেশ বান্ধব দেশ যে স্বপ্ন দেখেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চলতি অর্থ বছরের বাজেট হউক জনবান্ধব বাজেট চিরাচরিত্র নয় আধুনিক চিন্তা ভাবনার নুতন পরিকল্পনার বাজেট। এই বাজেট পাওয়ার জন্য বঙ্গবন্ধুর আদর্শের মুক্তিযুদ্ধের চেতনার সকল শক্তির ঐক্য চাই, তবেই দেশ হবে পরিবেশ বান্ধব। আধুনিক বাংলাদেশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন