কবি আলিফ উদ্দিন ও কবি নাজমুল ইসলাম মকবুলের রোগ মুক্তি কামনায় রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিহাবুজ্জামান কামাল  ||

গত ৪ঠা জুন মঙ্গলবার বিকাল ৭ টায় রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের উদ্যোগে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে  সিলেট লেখক ফোরামের সভাপতি ,কবি ও সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল  এবং  রেনেসাঁর সাবেক সাংগঠনিক সম্পাদক ও ট্রেজারার কবি আলিফ উদ্দিনের রোগ মুক্তি কামনায়  এক দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয় ।

সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে  ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায়  অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য সচেতনতামুলক বক্তব্য রাখেন ডাঃ মাহমুদুর রহমান মান্না ও ডা. গিয়াস উদ্দিক আহমদ।  
সভায় ১৯৭৮ সালে বর্নবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মরহুম আব্দুল নুর  ও  অসুস্থ কবি শাহ আজহার হোসেনের জন্যও দোয়া করা হয় । সভায়  মরহুম আব্দুল নুরের জীবনের বিভিন্ন দিক নিয়ে  স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন -আলহাজ্ব নুর বক্স ও আব্দুল মুকিত ।
পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওত করেন -মাওলানা কামাল উদ্দিন ও হাজী বুলু মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন 
হাজী ফারূক মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা,  আশরাফ চৌধুরী মাষ্টার ,প্রভাষক আব্দুল হাই ,সলিসিটর  ও লেখক ইয়াওর উদ্দিন ,কমিউনিটি নেতা আনোয়ার হোসেন শাওন ,আব্দুল  করিম প্রমুখ ।সভায় আলোচকরা - অসুস্থ কবিদের দ্রূত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানান এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আব্দুল নূরের মৃত্যুতে  শোক প্রকাশ করেন  ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সভায়  দোয়া পরিচালনা  করেন 
আলহাজ্ব হাফিজ মোহাম্মদ জিলু খান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন