সিলেটে ধরা পড়েছে ভারতীয় চোরাই চিনির সবচেয়ে বড় চালান

নিজস্ব প্রতিবেদক ,,

সিলেটে ধরা পড়েছে ভারতীয় চোরাই চিনির সবচেয়ে বড় চালান। বৃহস্পতিবার (৬ জুন) ভোরে জালালাবাদ থানাধীন উমাইয়াগাও থেকে ১৪টি ট্রাকভর্তি এসব চিনি জব্দ করা হয়। তবে এত বড় চালান ধরা পড়লেও বিকাল পর্যন্ত আটক করা যায়নি কোনো চোরাকারবারিকে।

 

 

 

তবে চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের জালালাবাদ থানাপুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উমাইয়াগাও থেকে ভারতীয় চোরাই চিনিভর্তি ১৪টি ট্রাক জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

 

 

অভিযানে নেতৃত্ব দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ (পিপিএম)।

 

 

বৃহস্পতিবার বিকালে এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- এখন পর্যন্ত ৪টি ট্রাকের চিনি নামানো হয়েছে। এই ৪টিতে ৬০০ বস্তা চিনি পাওয়া গেছে। প্রতি বস্তাতে রয়েছে ৫০ কেটি করে। সব চিনির হিসাব পেতে আরও সময় লাগবে।

 

তিনি বলেন- পলাতক চোরাকারবারিদের আটক করতে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ। শীঘ্রই তারা ধরা পড়বে। এছাড়া জব্দকৃত প্রাইভেট কার ও মোটরসাইকেলের মালিকের সূত্র ধরেও আটক অভিযান চালানো হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন