কার্তিককে নিয়ে বন্ধুর বিস্ফোরক মন্তব্য

অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তার। বলিউডের তিনি কার্তিককে অনেক নির্মাতা-প্রযোজকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

কিন্তু এখন কার্তিক নাকি চিনতেই পারেন না। খ্যাতি ও জনপ্রিয়তা পাওয়ার পরে পুরনো বন্ধুকে ভুলে গিয়েছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করলেন প্রযোজক সন্দীপ সিংহ।

 

রমেশ তৌরানি ও ভূষণ কুমারের মতো প্রযোজকের সঙ্গে কার্তিকের পরিচয় করিয়ে দিয়েছিলেন সন্দীপ। এ প্রসঙ্গে তিনি বলেন, “নিজের ‘সফেদ’সিনেমার ঝলক কার্তিককে পাঠিয়েছিলাম। ও সেটা শেয়ার পর্যন্ত করেনি। হয়তো যখন ও তারকা হয়ে ওঠেনি, তখন বকাঝকা করেছিলাম। কিন্তু সেটা কি কেউ মনে রেখে দেয়? তখন কেনো কিছু বললো না?’’

 

সন্দীপ আরও জানান যে তিনি ভেবেছিলেন নামী তারকা হয়ে ওঠার পরে কার্তিক এসে একদিন বলবেন, ‘আমি জানি, তোমার প্রতিভা আছে। চলো, একসঙ্গে কাজ করি।’’ সন্দীপ এ বিষয়ে কার্তিক সম্পর্কে বলছেন, ‘ও একবারও একসঙ্গে কাজ করার কথা বলেনি। ও এসেছিল একজন অভিনেতা হতে। কিন্তু এখন সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। ও আসলে ভালো ছেলে। কিন্তু সাফল্য ওর মাথায় চড়ে বসেছে।’

কার্তিককে নিয়ে বন্ধুর বিস্ফোরক মন্তব্য

বন্ধুত্বের কথা মনে করানোর জন্য প্রায়ই পুরনো ছবি কার্তিককে পাঠান সন্দীপ। তার কথায়, ‘আমি ওকে আমাদের পুরনো ছবি পাঠাতে থাকি। কিন্তু সেগুলো দেখেও কিছুই বলে না। আমি ওকে বলতে চাই, সময় বদলে যায়। কিন্তু সম্পর্ক একই থেকে যায়। ফটো সাংবাদিকদের সামনে ওর আচরণ আমি দেখি। আমি যে কার্তিককে চিনতাম, সে এমন ছিল না।’’

 

প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতেরও ভালো বন্ধু ছিলেন বলে দাবি করেছিলেন সন্দীপ। যদিও সুশান্তের পরিবারের কেউই তাকে চিনতেন না বলে জানিয়েছিলেন। সুশান্তের অনুরাগীরাও দাবি করেছিলেন, সন্দীপ মিথ্যে বলছেন। এ বিষয়টি নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (১)

  • Nyton Guest House

    6 months ago

    07vg5v3ry0mzuz <a href="https://nytonguesthouse.co.uk">nytonguesthouse.co.uk</a>


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন