তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাজনৈতিক উত্তেজনা কমানোর জন্য আগের কঠোর অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
এজন্য তিনি দলের নেতাদের সংসদের ভেতরে ও বাইরে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন। একটি সূত্র পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে এ তথ্য জানিয়েছে।
সূত্র অনুযায়ী, দলের নেতারা সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে পারবেন। এমনকি বর্তমান জোট সরকারে যেসব দল রয়েছে তাদের সঙ্গেও সম্পর্ক বাড়াতে কাজ করতে পারবে পিটিআই নেতারা।
এর আগে দেশটির সুপ্রিম কোর্টে একটি শুনানিতে অংশ নিতে হাজির হয়েছিলেন ইমরান খান। সেখানে প্রধান বিচারপতির সঙ্গে তার কথা হয়। এরপরই মূলত দলটির প্রতিষ্ঠাতার কাছ থেকে এমন বার্তায় পায় নেতারা।
শুনানিকালে প্রধান বিচারপতি পাকিস্তানের সমস্যা সমাধানে ইমরান খানের সংসদে যাওয়ার বিষয়ে কথা বলেন।
একটি ভিডিও লিংকের মাধ্যমে কারগার থেকে সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেন ইমরান খান। গত বছরের আগস্ট থেকে থেকে আদিয়ালা কারাগারে বন্দি সাবেক এই ক্রিকেট তারকা।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন