এবার হবিগঞ্জ থেকে ৬ ট্রাক ভারতীয় চিনি উদ্ধার

gbn

নিজস্ব প্রতিবেদক ,,

সিলেটের পর এবার হবিগঞ্জে ৬ ট্রাক ভর্তি ভারতীয় চিনিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ জুন) রাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোনা নামকস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

জানা গেছে, গেছে, ভারতীয় চিনি নিয়ে কয়েকটি ট্রাক চোরাচালানের মাধ্যমে  ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে- বৃহস্পতিবার রাতে এমনই এক গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানাধীন তিতারকোনা নামকস্থানে চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে ৮টার দিকে চেকপোস্টে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৬ ট্রাকভর্তি ভারতীয় চিনিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

 

 

এরআগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকার উমাইরগাঁও-এর রাস্তায় ভাদেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চোরাই চিনিভর্তি ১৪টি ট্রাক জব্দ করে জালালাবাদ থানাপুলিশ। এসময় একটি মোটরসাইল ( সিলেট মেট্রো-ল-১২-২৭৪৯) ও একটি প্রাইভেট কার (সিলেট-গ-১১-০৮৯৫) ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন