মোদীর শপথ নিয়ে কাটলো ধোঁয়াশা

এনডিএ জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে রোববার (৯ জুন) শপথ নেবেন মোদী। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি।

এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই জানানো হয়েছিল শনিবার (৮ জুন) শপথ নেবেন মোদী। কিন্তু এরপর জল্পনা ছড়ায় ৮ নয়, ৯ জুন শপথ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। এবার সে খবরই সত্যি হলো।

​​​​​​​

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গত বুধবার পদত্যাগ করেন মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

 

পরে এনডিএ জোটের সঙ্গে বৈঠক শুরু করে বিজেপি। জোটের মধ্যে চলতে থাকে আলোচনা। জোটের গুরুত্বপূর্ণ নেতা নাইডু ও নীতিশ কুমার এরই মধ্যে বিজেপির প্রতি সমর্থন দিয়েছেন। ফলে তাদের আর সরকার গঠনে বাধা নেই।

মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ডের মতো বিশ্বনেতারা।

 

দেশটির লোকসভায় মোট আসন ৫৪৩। এর মধ্যে এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২ আসন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন