মৌলভীবাজারে জাল টাকাসহ আটক -২

মৌলভীবাজার প্রতিনিধি ,,

মৌলভীবাজারে সাত হাজার টাকার জাল নোটসহ জাবেদ আলী ও আনোয়ার মিয়া নামে দুই জনকে আটক করা হয়েছে। গত শনিবার ৮ জুন বিকেলে মৌলভীবাজার সদর মডেল উপজেলার চাঁদনীঘাট ইউপিস্থ মাতারকাপন এলাকার বাহার এন্টারপ্রাইজ নামক মুদি দোকান থেকে তাদেরকে আটক করা হয়। মৌলভীবাজার সদর থানা সুত্রে জানা যায়, গতকাল বিকেলে মাতারকাপন এলাকার জনৈক মোজাহিদ মিয়ার মুদি দোকানে দুইজন লোক কেনাকাটা করতে আসে। তারা কেনাকাটা শেষে দুই জন দুটি ১,০০০ টাকার নোট দোকানদার মোজাহিদ মিয়াকে দেয়।দোকানদার নোট দুটি যাচাই করে জাল নোট হিসেবে শনাক্ত করেন। মৌলভীবাজার থানা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। পুলিশ আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে জাবেদ আলীর শার্টের পকেট থেকে ১,০০০ টাকার ৪ টি জাল নোট এবং ২। আনোয়ার মিয়ার শার্টের পকেট থেকে ২টি ১,০০০ টাকার জাল নোট এবং ২টি ৫০০ টাকা মূল্যের জাল নোটসহ মোট ৭,০০০ টাকার জাল নোট জব্দ করে। এই ঘটনায় মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বলেন, ‘আমরা জাল টাকার এই চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদের গ্রেফতারের চেষ্টা করছি। প্রতি বছরই ঈদুল আজহার আগে সারা দেশে একটা চক্র জাল টাকা বিস্তারের চেষ্টা করে। কোরবানীর হাটে যাতে কেউ জাল টাকা ছড়াতে না পারে সেই লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন