গ্রিক দ্বীপ সিমিতে টিভি ও রেডিও উপস্থাপক ডা. মাইকেল মোসলির লাশের সন্ধান পাওয়া গেছে। রবিবার (৯ জুন) সকালে আগিয়া মেরিনা উপকূলে লাশটি পাওয়া গেছে। পেডি গ্রামের আশেপাশে মোসলেকে শেষ দেখা গিয়েছিল।
এজিওস নিকোলাওস সৈকত হাঁটতে গিয়ে বুধবার নিখোঁজ হন ৬৭ বছর বয়সী এই উপস্থাপক।
তার মরদেহ এখনও আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি।
সিমির মেয়র এলেফথেরিওস পাপাকালোডৌকা বলেন, ক্যামেরা দিয়ে খোঁজ করছিলেন উদ্ধারকর্মীরা। উপকূলে একটি লাশটি পাওয়া গেছে।
একটি পুলিশ সূত্র বিবিসি নিউজকে জানিয়েছে, কয়েক দিন আগে মারা যাওয়া একটি মরদেহ পাওয়া গেছে।
সেখানে একটি ছাতাও ছিল।
আগিয়া মেরিনা বার ম্যানেজার ইলিয়াস সাভারিস বলেন, ‘কর্মীরা আমাকে ডেকে বলেন, দূরে কিছু একটা দেখা যাচ্ছে। পরীক্ষা করতে পারেন। তাই সেখানে গিয়ে শরীরের মতো কিছু দেখতে পেলাম।
’
স্থানীয় সময় প্রায় সাড়ে এগারোটায় হাঁটার জন্য আগিওস নিকোলাওস সমুদ্র সৈকত যান মোসলে। তারপর প্রথম নিখোঁজ হওয়ার খবর যায়। পরে তার স্ত্রী তাকে নিখোঁজ বলে জানান।
লন্ডনে মেডিসিন ওপর পড়াশোনা করেন মোসলে। তারপর গত দুই দশক ধরে উপস্থাপক, তথ্যচিত্র নির্মাতা, সাংবাদিক ও লেখক হিসেবে কাজ করছেন।
তাকে নিয়মিতভাবে বিবিসি ওয়ানের দ্য ওয়ান শো এবং আইটিভির দিস মর্নিং-এ দেখা গেছে। এছাড়া ডেইলি মেইলের একজন কলামিস্ট ছিলেন তিনি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন