দায়িত্ব নিলেন নতুন বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে এয়ার মার্শাল হাসান মাহমুদ খান দায়িত্বভার গ্রহণ করেছেন। নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। 

মঙ্গলবার (১১ জুন) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে র‌্যাংক ব্যাজ পরানো হয়। তাকে র‌্যাংক ব্যাজটি পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

 

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাংক ব্যাজ পরিধানের পর নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সামরিকসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ মে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হাসান মাহমুদ খানকে বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতির অনুমতিক্রমে প্রজ্ঞাপনে সই করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল করিম।

 

প্রজ্ঞাপনে বলা হয়, এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে ১১ জুন থেকে বিমানবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন