মৌলভীবাজার প্রতিনিধি,,
মৌলভীবাজার জেলার যুব সংঘঠনের উন্নয়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থ বছরের যুব কল্যাণ তহবিল হতে নির্বাচিত যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১০জুন) দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব অনুদানের চেক বিতরণ করেন জেলাপ্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিতরন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুসসালাম চৌধুরী,৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার উদ্দিন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাস উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয় নঅধিদপ্তরের উপ-পরিচালক ফরহাত নূর। অনুষ্ঠানে ৮টি সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। তারমধ্যে ৭টি সংগঠনের মধ্যে ৫০ হাজার টাকার চেক এবং ১টি সংগঠনকে ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন