জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’খ্যাত অভিনেত্রী নূর মালবিকা দাসের মৃতদেহ পাওয়া গেছে মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। এবার অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে, অবসাদে ভুগছিলেন মালবিকা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, মালবিকার পরিবার জানিয়েছে যে তিনি অবসাদে ভুগছিলেন।
অভিনেত্রীর পিসি আরতি দাস করিমগঞ্জে তাদের পারিবারিক বাড়ি থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। প্রয়াত মালবিকা সম্পর্কে তিনি বলেন, ‘মালবিকা অভিনেত্রী হওয়ার বড় আশা নিয়ে মুম্বাই গিয়েছিল। তবে এটি অর্জনের জন্য সে কঠোর লড়াই করছিল। আমরা বুঝতে পারি যে মালাবিকা তার প্রাপ্তিতে অসন্তুষ্ট ছিল, যা তাকে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
’
নূর মালবিকা দাস
এর আগে, গত ৬ জুন লোখাণ্ডওয়ালার ফ্ল্যাট থেকে নূর মালবিকা দাসের দেহ উদ্ধার করে পুলিশ। এএনআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রীর প্রতিবেশী ফ্ল্যাট থেকে পচা গন্ধ পান। তার পরেই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে ফ্ল্যাটের দরজা ভেঙে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অভিনেত্রীর দেহ পচাগলা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বাড়িতে তল্লাশি চালিয়ে ওষুধ, মোবাইল ফোন ও ডায়েরি সংগ্রহ করা হয়।
লাশ উদ্ধারের পর তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ আসেননি। ফলে পুলিশ মামদানি হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্ট এনজিওর সহায়তায় রবিবার অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন করে।
বিমানসেবিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন মালবিকা দাস। বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন।
দু-একটি বলিউড সিনেমায় পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল মালবিকাকে। এ ছাড়া ভারতের কিছু প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজেও দেখা মিলেছে, অভিনেত্রীর। তবে মালবিকা নজর কাড়েন নেটফ্লিক্সের ‘দ্য ট্রায়াল’ সিরিজে। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন মালবিকা। এবার সেই কথা বলা হলো, পরিবারের পক্ষ থেকেও। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে পুরো ঘটনা।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন