বেবি পাউডার কেলেঙ্কারিতে ৭০ কোটি ডলার ক্ষতিপূরণ জনসনের

বেবি ট্যাল্ক পাউডার ব্যবহারে ক্ষতিগ্রস্তদের মামলায় ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে চিকিৎসা সামগ্রী ও প্রসাধান প্রস্তুতকারী যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কম্পানি জনসন অ্যান্ড জনসন। মঙ্গলবার (১১ জুন) ৭০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জনসন অ্যান্ড জনসনের ট্যাল্ক পণ্য ব্যবহারের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থ দিয়ে তাদের ক্ষতিপূরণ সম্ভব নয়।

তবে ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে মার্কিন প্রশাসন এই কম্পানিকে জবাবদিহিতার আওতায় আনতে বদ্ধ পরিকর।

 

এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জনসন অ্যান্ড জনসনের ভাইস প্রেসিডেন্ট এরিক হাস বলেন, মামলা সমাধানের জন্য বিভিন্ন পথ অনুসরণ করছে কম্পানিটি।

বিশ্বজুড়ে একসময় ব্যাপক জনপ্রিয় জনসন অ্যান্ড জনসনের বেবি পাওয়ারে ক্যানসার সৃষ্টিকারী উপাদান অ্যাসবেস্টসের উপস্থিতির অভিযোগ ওঠে ২০১৮ সালে। পরীক্ষায় সেই অভিযোগ প্রমাণিতও হয়।

 

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মধ্যে ৪২টি অঙ্গরাজ্য ও রাজধানীর বিভিন্ন আদালতে জনসন অ্যান্ড জনসনের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন শত শত নারী। মামলাকারীদের অনেকেই এজাহারে বলেন, এই প্রসাধনী ব্যবহারের কারণে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন তারা। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে কয়েকজন মামলাকারীর মৃত্যুও হয়েছে। তাদের সবার মৃত্যুর কারণ ডিম্বাশয়ের ক্যানসার।

 

এই পরিস্থিতিতে ২০২০ সালে বাজার থেকে সব বেবি ট্যাল্ক পাউডার প্রত্যাহার করে নেয় জনসন অ্যান্ড জনসন। ১৯৭১ সাল থেকে এই পণ্য তৈরি করে আসছে কম্পানিটি। তারপর ২০২২ সালে এই পাউডার তৈরি না করার ঘোষণা দেয় জনসন অ্যান্ড জনসন।

এর আগে গত বছর এপ্রিলে মামলাকারীদের ৮৯০ কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছিল জনসন। সেই হিসেবে এবার দ্বিতীয় দফা ক্ষতিপূরণ দিচ্ছে কোম্পানিটি।

 

এবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের মামলাকারীদের ৪৪ কোটি প্রদান করা হবে। এটি তিন বছরের মধ্যে চার কিস্তিতে পরিশোধ করতে হবে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন