হাকিকুল ইসলাম খোকন,,
লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, আগামী ২৩ জুন থেকে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে (ওএসপি, এসজিপি, পিএসসি, চিফ অব জেনারেল স্টাফ—সিজিএস) জেনারেল পদবীতে পদোন্নতি দিয়ে ওই দিন থেকে আগামী ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে।
বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন ওয়াকার-উজ-জামান। বর্তমানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এছাড়াও, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ’ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘মাস্টার্স অব আর্টস’ ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন।
সুদীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী এবং সারাহনাজ কমলিকা জামান দুই মেয়ের জনক-জননী। যুক্তরাষ্ট্র প্রবাসীদের পংক্ষ থেকে নতুন সেনাপ্রধান মনোনিত করায় জেনারেল ওয়াকার-উজ-জামানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম,উপদেষ্ঠা ড. প্রদীপ রজ্ঞন কর, উপদেষ্টা হাজী শফিকুল আলম,উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র সহ সভাপতি এম ফজলুর রহমান,যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আইরিন পারভীন,সাংগঠনিক সম্পাদক মহিউদিদন দেওয়ান.সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন,দপ্তর সম্পাদক ও আমেরিকার মূলধার সংগঠন কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানস্ -এর চেয়ারম্যান মোহাম্মদ আলী সিদ্দিকী, সেক্রেটারী জেনারেলমন্জুর চৌধুরী,সাংবাদিক মোঃনাসির,কবি ও লেখক এবিএম সালেহ উদ্দীন ,সাংবাদিক মানিক দেলওয়ার ,সাংবাদিক হেলাল মাহমুদ,আওয়ামী লীগনেতা শিক্ষা বিষয়ক সম্পাদকএমএ করীম জাহাংগীর ,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোঃবখতিয়ার,আওয়ামী লীগনেতা কায়কোবাদ খান,জালাল ঊদদদীন জলিল,গিয়াস ঊদ্দিন আহমেদ,মাহবুবুর রহমান মিলন,ওসমান গনি,সুহাস বডুয়া,বিশ্বজিৎ সাহা,নুরুল ইসলাম বাংগালি,ইসলাম উদ্দীন পংকি,জাহাংগীর কবির,আবদুস শহিদ নাননু ,খন্দকার দেলওয়ার হোসেন,.রুমানা আক্তার ,জাহাংগীর কবির,শেখ আতিকুল ইসলাম,সংগঠক ও অথর ফিরোজ মাহমুদ. সংগঠক ও সাংবাদিক ফিরোজ আহমেদ কল্লোল ,শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র এর পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল ঊদ্দিন জলিল ও সাধারন সম্পাদক কায়কোবাদ খান এবং যুগম সাধারন সম্পাদক আসাফ মাসুক,শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস ,শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী,শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল খান আনসারী, শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা ও আওয়ামী লীগনেতা আখতার হোসেন,শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুর ই আজম বাবু,শেখ হাসিনা মন্ত্রের উপদেষ্টা এমএ অদুদ তালুকার,বীর মুক্তিযোদ্ধা ফখর ঊদ্দিন ,চিএ শিল্পী প্রবীর গুন ও চিএ শিল্পী ফজলে আলী কচি ,শেখ হাসিনা মন্ত্রের সিনিয়র সহ সভাপতি টি.মোল্ল্যা,সহ সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুল হাসান,আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন মোল্ল্যা,শহিদুল ইসলাম,যুক্তরাষ্ট্র শ্যমিক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল ও যুবলেতা শেখ মোঃজুয়েল প্রমূখ ।এবং ।সাংবাদিকদের পক্ষথেকে জানিয়েছেন সাপ্তাহিক জনমভুমির সম্পাদক রতন তালুকদার,বোস্টনবাংলানিউজ এর সম্পাদক মনডলীর সভাপতি ওসমান গনি, প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, সম্পাদক সুহাস বডুয়া হাসু,সহযোগী সম্পাদক বিশজিত সাহা ও সামসুল আলম,এনজেবিডিনিউজ সম্পাদক মোঃনাসির,লেখক ও কবি এবিএম সালেহ উদ্দীন,প্রবাসীনিঊজের সম্পাদক নুরুল আবেদীন,কটিয়াদিনিউজ সম্পাদক আয়েশা আকতার রুবী,আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাংবাদিক সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন