ব্রিটেনে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৩৩,৪৭০ জন : মৃত্যু ৫৬৩ জনের

জিবিনিউজ 24 ডেস্ক //

ব্রিটেনে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ৩৩,৪৭০ জন। যা কালকের চেয়ে প্রায় ১০ হাজার বেশি। এর আগে গত ২১ অক্টোবর রেকর্ড ছিলো ২৬,৬৮৮ জন। শুধু ইংল্যান্ডেই আক্রান্ত হয়েছে ২৪,১৪১ জন। এদিকে ইউরোপের প্রথম দেশ হিসেবে গতকাল বুধবার ৫০ হাজার মৃত্যুর রের্কড স্পর্শ করেছে ব্রিটেন।
এদিকে গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার মৃত্যু হয়েছে আরো ৫৬৩ জনের। যা গত ৬ মাসের মধ্যে দ্বিতীয় সর্বাচ্চ। গতকাল বুধবার ছিলো ৫৯৫ জন, মঙ্গলবার ছিলো ৫৩২ জন। মোট মৃতের সংখ্যা ৫০ হাজার ৯২৮ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩,৪৭০ জন। গতকাল বুধবার ছিলো ২২,৯৫০ জন, মঙ্গলবার ছিলো ২০৪১২ জন, সোমবার ছিলো ২১, ৩৫০ জন রবিবার ছিলো ২০,৫৭২ জন, শনিবার ছিলো ২৪,৯৫৭ জন, শুক্রবার ছিলো ২৩,২৮৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৯০ হাজার ১৯৫ জন।

বর্তমানে ব্রিটেনে হাসপাতাগুলোতে ভর্তি রয়েছেন ১৪,০৩০ জন করোনা রোগী। এর মধ্যে গতকাল পর্যন্ত ১২১৯ ভেন্টিলেশনে রয়েছেন।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন