ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ

হিজবুল্লাহ শনিবার উত্তর ইসরায়েলে সামরিক অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। পাশাপাশি একটি ফিলিস্তিনি গোষ্ঠী তাদের একজন যোদ্ধা দক্ষিণ লেবাননে নিহত হয়েছেন বলে জানিয়েছে। ইরান সমর্থিত গ্রুপটির একজন জ্যেষ্ঠ কমান্ডার ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কয়েক দিন পর এ ঘটনা ঘটল। এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

লেবাননের সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার তালেব আবদুল্লাহ মঙ্গলবার জুয়াইয়া গ্রামে ইসরায়েলি হামলায় তিন কমরেডসহ নিহত হন। গ্রুপটির ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও আবদুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। তারা আবদুল্লাহকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডারদের একজন বলে বর্ণনা করেছে।

 

লেবাননের একটি সামরিক সূত্র জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়া হিজবুল্লাহর ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ কমান্ডার ছিলেন আবদুল্লাহ।

পরে হিজবুল্লাহ শনিবার জানায়, তারা ‘নির্দেশিত ক্ষেপণাস্ত্র’ দিয়ে উত্তর ইসরায়েলের মেরন ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং অন্য ইসরায়েলি ঘাঁটির দিকে ‘আক্রমণাত্মক ড্রোন’ পাঠিয়েছে। ‘জুয়াইয়ায় শত্রু পরিচালিত আক্রমণ ও হত্যার প্রতিক্রিয়ার অংশ হিসেবে’ এসব হামলা চালানো হয়েছে।

 

 

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবানন থেকে উত্তর ইসরায়েলের মেরন এলাকায় প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

তবে এতে ওই ইউনিটে কোনো আঘাত লাগেনি বা ক্ষতি হয়নি।

 

তারা আরো বলেছে, লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে আসা কিছু বিমানকে চিহ্নিত করা হয়। এগুলো গোরেন এলাকায় গিয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ‘আগুন লেগেছে’।

এ ছাড়া দক্ষিণ লেবাননের আইতারুন এলাকায় একজন হিজবুল্লাহ যোদ্ধাকে আঘাত করা হয়েছে বলেও সামরিক বাহিনী জানায়।

ওই এলাকায় হুমকি দূর করতে আর্টিলারি গুলি চালানো হয়েছে বলে উল্লেখ করেছে তারা। তবে পরে ফিলিস্তিনি সশস্ত্র আন্দোলন ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানায়, তাদের একজন যোদ্ধা দক্ষিণ লেবাননে নিহত হয়েছেন।

 

এর আগে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র ও গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট উদ্ধারকারীরা জানিয়েছিলেন, আইতারুনে একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তবে তিনি লেবাননের নাগরিক নন। তারা আর কোনো বিস্তারিত বিবরণ দেননি। এ ছাড়া লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) দক্ষিণ লেবাননের আইতারুন ও বিনতে জেবিলের মধ্যবর্তী রাস্তায় একটি মোটরবাইকে একটি ‘ইসরায়েলি ড্রোন’ হামলায় অনির্দিষ্ট হতাহতের খবর দিয়েছিল।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালায়। এর পর থেকে গাজা উপত্যকায় যুদ্ধ চলছে। হামলার পর থেকে ইসরায়েল ও হামাসের মিত্র হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত হচ্ছে। হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তা হাশেম সাফিউদ্দীন বুধবার আবদুল্লাহর শেষকৃত্যের সময় বক্তৃতায় ‘আক্রমণের তীব্রতা, শক্তি, পরিমাণ ও গুণমান বৃদ্ধি’র প্রতিশ্রুতি দিয়েছেন।

এএফপির তথ্য অনুযায়ী, আন্তঃসীমান্ত সহিংসতায় লেবাননে কমপক্ষে ৪৭১ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই যোদ্ধা। কিন্তু ৯১ জন বেসামরিক নাগরিকও এ পরিসংখ্যানে রয়েছে। পাশাপাশি ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, দেশটির উত্তরাঞ্চলে অন্তত ১৫ ইসরায়েলি সেনা ও ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন