ক্যান্সার আক্রান্তের পর প্রথমবারের মতো জনসমক্ষে ব্রিটেনের ভবিষ্যৎ রানি

gbn

ক্যান্সারে আক্রান্তের পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন ব্রিটেনের ভবিষ্যৎ রানি কেট মিডলটন (ক্যাথরিন)। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ জুন) সেন্ট্রাল লন্ডনে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ক্যান্সারে আক্রান্ত হয়ে কেমোথেরাপি চিকিৎসা নিচ্ছেন তিনি। ক্যান্সারে আক্রান্তের খবর নিজেই জানিয়েছিল ক্যাথরিন। তবে কী ধরনের ক্যান্সার হয়েছে এ নিয়ে কিছুই জানাননি তিনি।

 

শুক্রবার সন্ধ্যায় একটি বিবৃতিতে কেট বলেছিলেন, ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি নিয়ে ভালো অগ্রগতি হয়েছে, তবে পুরোপুরি সুস্থ হননি।

পাশাপাশি রাজার জন্মদিন উপলক্ষ্যে পর দিন জনসাধারণের সামনে উপস্থিত হওয়ার কথাও জানান।

 

বিগত বছরগুলোতে ট্রুপিং দ্য কালার অনুষ্ঠানে ঘোড়ার পিঠে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করতেন চার্লস কিন্তু এ বছর গাড়ি থেকে পরিদর্শন করেন। সঙ্গে রানি ক্যামিলা ছিলেন। ৪১ বছর বয়সী তার বড় ছেলে উইলিয়াম অবশ্য ঘোড়ার পিঠে চড়ে আসেন।

 

৪২ বছর বয়সী কেট ও প্রিন্স ইউলিয়ামের তিন সন্তান, ১০ বছর বয়সী প্রিন্স জর্জ, ৯ বছর বয়সী প্রিন্সেস শার্লট ও ছয় বছর বয়সী প্রিন্স লুইস কুচকাওয়াজ দেখার জন্য আসে।

৫০ বছর বয়সী এক ব্যক্তি অ্যাঞ্জেলা পেরি এএফপিকে বলেন, ‘গত রাতে খবরটি শুনে আমি খুব খুশি হয়েছি। তিনি আমাদের ভবিষ্যৎ রানি। তিনি খুব গুরুত্বপূর্ণ।’

ট্রুপিং দ্য কালার ব্রিটিশ সার্বভৌমের আনুষ্ঠানিক জন্মদিনকে চিহ্নিত করে।

এটি দুই শতাব্দীরও বেশি পুরোনো একটি সামরিক ঐতিহ্য। এটি বাকিংহাম প্যালেস থেকে শুরু হয়ে দ্য মল থেকে হর্স গার্ড প্যারেড পর্যন্ত যায়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন