সৌদি আরবে হিট স্ট্রোকে অন্তত ছয় হজযাত্রীর মৃত্যু হয়েছে। আরাফাতের ময়দানে জড়ো হওয়ার পর শনিবার (১৫ জুন) এই হজযাত্রীদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের ছয়জনই জর্দানের নাগরিক।
জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা জেদ্দায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে মৃতদের দাফনের পদ্ধতি এবং তাদের লাশ জর্দানে ফেরত নেওয়ার বিষয়ে সমন্বয় করছে।
নিহতদের একজনের ভাগ্নি জানিয়েছেন, তার খালা আরাফাতের ময়দানে মারা গেছেন। তাকে সৌদি আরবেই দাফন করা হয়েছে।
এই বছর জর্দান থেকে অন্তত চার হাজার মানুষ হজ করতে এসেছেন। তবে নিহত ছয়জন সরকারি প্রতিনিধিদলের অংশ হিসেবে হজ করতে আসেননি।
অর্থাৎ তাদের কাছে হজের জন্য বৈধ লাইসেন্স ছিল না।
সৌদি কর্তৃপক্ষের সাধারণ পরিসংখ্যান অনুযায়ী, এই বছর ১৮ লাখের বেশি মানুষ হজে অংশ নিয়েছে।
হজযাত্রীদের ছাতা ব্যবহার ও প্রচুর পানি পানের নির্দেশ দিয়ে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আল-আব্দুলালি বলেছেন, পাঁচ দিনব্যাপী চলা হজের পুরোটা সময়ই মক্কায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন