ঈদের দিন আবেগঘন পোস্ট জায়েদের, কারণ কী?

নানা কারণেই সব সময় আলোচনায় থাকেন জায়েদ খান। কখনো ডিগবাজি দিয়ে, কখনো নারী ভক্তদের নিয়ে। তবে ইদানীং তিনি বিদেশ সফর নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কদিন আগেই ব্যক্তিগত কাজে মুম্বাই গিয়েছিলেন।

তার আগে লন্ডন, অস্ট্রেলিয়া সফর করে এসেছেন।

 

আজ ঈদের দিন তিনি ফিরে গেলেন মা আর বাবার কাছে। যদিও তারা কেউই জীবিত নেই আর। তাদের কবরের ছবি দিয়ে বেশ আবেগঘন একট পোস্ট দিলেন এই অভিনেতা।

এবার তার ঈদ হচ্ছে বাবা-মাকে ছাড়া। এ নিয়ে ফেসবুকে আজ ১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিনে তিনি লেখেন, সোমবার (১৭ জুন), ‘তোমাদের ছাড়া ঈদ। তোমাদের সালাম করা ছাড়া দিন শুরু হওয়া ঈদ। তোমাদের সালামি পাওয়া ছাড়া ঈদ।

তোমাদের কপালে চুমু খাওয়া ছাড়া ঈদ। এখন আর ঈদ মনে হয় না। সারা জীবন এই শূন্যতা বয়ে বেড়াতে হবে। তোমাদের অনেক মিস করতেছি আব্বা-আম্মা।’

 

এই স্ট্যাটাসের সঙ্গে চিত্রনায়ক বাবা-মায়ের কবরের ছবিও জুড়ে দেন।

সেখানে তার ভক্ত-অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

 

প্রসঙ্গত, গেল ঈদে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পায়। যা দর্শকদের মাঝে মোটামুটি সাড়া ফেলে। সব ঠিক থাকলে ঈদের পর দুবাইয়ে একটি শো করতে যাবেন এই চিত্রনায়ক। এরপর সেখান থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে যাবেন কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন