কুরবাণী কুরবাণী কুরবাণী
ড. মহসিন আলী, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
শনিবার, ১৫ ই জুন, ২০২৪ ইং সাল ।
আত্মত্যাগের মহিমায় আবার বিশ্বে এলো বছর ফিরে কুরবানী কুরবানী
পবিত্র হজ শেষে আল্লাহ্র নির্দেশে বান্দারা সব ত্যাগ করে প্রিয় প্রাণী ।
কুরবানী কুরবানী কুরবানী ॥
হযরত ইব্রাহিম আলাহে ওয়া সাল্লাম আল্লাহ্র নির্দেশে করেছিলেন কুরবানী
আল্লাহ্র সন্তোষ্টিতে প্রিয় সন্তান ইসমাইলকে নিজ হাতে তিনি দিলেন কুরবাণী ।
পৃথিবীর মানুষকে দিয়ে গেলেন আল্লাহ্র মহিমা পাওয়ার অমর বাণী
কুরবাণী কুরবাণী কুরবাণী ॥
বছর শেষে ঈদ আসে মানুষের মাঝে নিয়ে নতুন খুশীর বারতা
বাড়ি বাড়ি খুশীর ধুম কারো চোখে নেই ঘুম ঈদ উৎসবের ব্যস্ততা ।
আত্মত্যাগ করতে হবে আল্লাহ্র নির্দেশে দিতে হবে প্রিয় প্রাণী কুরবাণী
কুরবাণী কুরবাণী কুরবাণী ॥
সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ আসে আল্লাহ্র পবিত্র কাবা ঘরে
মক্কা মদিনা আরাফা ঘুরে ঘুরে তোয়াব করে পবিত্র হজ্ব ব্রত পালন করে ।
আল্লাহ্র ঘরে নামাজ পরে দোয়া করে বিশ্ব শান্তিতে আল্লাহ্র মেহেরবানী ।
কুরবাণী কুরবাণী কুরবাণী ॥
বিশ্ব ভ্রম্মান্ডের শ্রেষ্ঠ মহা মানব হযরত
মুহাম্মাদ সঃ এর মাজার করে জিয়ারত
শয়তানে গুহায় ছুঁড়ে লক্ষ কোটি পাথর
সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজীদের নজর
পবিত্র কাবা শরীফে নামাজ শেষে আল্লাহ্র সন্তুষ্টিতে করবে প্রাণী কুরবাণী
কুরবাণী কুরবাণী কুরবাণী ॥
ঈদুল আযহার নামাজে সবাই শরীক হোক
লাব্বাইক আল্লাহুম্মা গর্জনে জানাক বিশ্বকে ঈদ মুবারক
ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ।
হে আল্লাহ্, সকলের পাপ মোচন করে নাযাত দাও দূর কর সকল গ্লানি ।
কুরবাণী কুরবাণী কুরবাণী ॥
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন