দক্ষতা ছাড়া বিদেশে মর্যাদা নেই : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, 'দক্ষতা ছাড়া বিদেশে মর্যাদা নেই। বিদেশে মর্যাদাপূর্ণ অবস্থানে কাজ করার জন্য দক্ষতার প্রয়োজন। বিদেশে একেকজন কর্মী বাংলাদেশের অ্যাম্বাসেডর। তাদের কাজ, চলাফেরা, ব্যবহারে দেশের সুনাম হবে।

খারাপ কাজ করলে নিজের, পরিবার, দেশের দুর্নাম হবে। তারা দেশের সুনাম বয়ে আনবে এটাই আমার প্রত্যাশা।'

 

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিনা খরচে জাপানগামী টেকনিক্যাল ইন্টার্নদের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'বিনা খরচে, বৈধভাবে জাপানে যাচ্ছেন, বৈধ পথে টাকা পাঠাবেন।

আপনাদেরকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেয়া হবে। দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।'

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর বলেন, 'যাদের ভাষাগত যোগ্যতা আছে তারা ইন্টার্ন হিসেবে বিভিন্ন শিল্প কারখানায় কাজ করে দক্ষতা অর্জন করে। ৩ বছরের সফল ইন্টার্নশিপ শেষে জাপানী কোম্পানিতে ৫ বছরের জন্য দক্ষ কর্মী হিসেবে কাজ করতে পারবে।

এই ৫ বছর শেষ হলে সারাজীবন দক্ষ কর্মী হিসেবে কাজ করার সযোগ রয়েছে।'

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফৌজিয়া শাহনাজ প্রমূখ।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন